ঈদ মোবারক

রমজান শেষে আজ ঈদ। তার ছোঁয়া চারিদিকে-

নামাজ সেরে বাসায় ফিরে, জিরোচ্ছে  আব্দুল

আতরের খুশবুতে ঘর জন্নত বিলকুল,

সারা বছরের মলিনতা আজ ধুয়ে মুছে সাফ,

ভেরতরের চাপা কষ্টেরা ঢাকা রঙিন পোষাকে।

 

ফতিমা এন্টালিতে গেছে তার চাচার বাসায়-

ছোট ছেলে করিম খেলছে সামনের দাওয়ায়,

ইয়ার দোস্তরা আসবে আজ কতদিন পরে

সকাল থেকে শাকিলা বিবি  ব্যস্ত রান্নাঘরে-

আব্দুল বড় খুশিমনে বাজার করেছে কাল,

গতবছর দেনা মেটাতে হয়েছিল নাজেহাল।

ছেলের জামা, বিবির শাড়ি সাধ্যে যতটা হয়

ফতিমার শাদি দিতে হবে, দরকার সঞ্চয়-

 

রাত বাড়ে। পাড়ার মোড়েতে রঙ –বেরঙের আলো

ফতিমা ফেরেনি এখনও- চিন্তার মেঘ কালো,

এত দিন যাতায়াতে দেরী করে নি তো কখনও

সিরাজের  মোবাইল তো আছে, তবু জানালো না কেন?

 

ভোররাতে খবরটা এল, গাড়ী করে কারা যেন

ফতিমা’কে ফেলে দিয়ে গেছে, বাইরে আবছা আলো,

গলায় একটা কাটা দাগ- কামিজটা টেনে ছেঁড়া।

About Angsuman Banerjee
I am a graphic and web designer.

Leave a comment